রাস্তায় দাঁড়িয়ে হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের হেলমেট পরিয়ে দিলেন রংপুরের ডিআইজি দেবদাস ভট্টাচার্য।
বুধবার (৮ আগস্ট) সকালে পঞ্চগড়ে ট্রাফিক সপ্তাহ উপলক্ষে চালকদের সচেতনতা সৃষ্টির লক্ষে তিনি এ কাজ করেন।
পঞ্চগড়ে ট্রাফিক সপ্তাহ উপলক্ষে তিনি পঞ্চগড় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে পথচারী ও বিভিন্ন যানবাহনের চালকদের ট্রাফিক আইন মেনে চলতে উদ্বুদ্ধ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে পঞ্চগড়ের পুলিশ সুপার গিয়াস উদ্দীন আহমেদ, পৌর মেয়র তৌহিদুল ইসলাম, জেলা স্কাউটসের সম্পাদক মফিজুল ইসলাম, জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আজকের বাজার/একেএ