রাস্তায় পুঁতে রাখা বোমা বিস্ফোরণে মালিতে রুশ সামরিক ‘উপদেষ্টা’ নিহত

মালিতে দায়িত্ব পালনরত রাশিয়ার এক সামরিক উপদেষ্টা সংঘাতপূর্ণ এ সাহেল রাষ্ট্রের মধ্যাঞ্চলে রাস্তায় পুঁতে রাখা বোমা বিস্ফোরণে মঙ্গলবার নিহত হয়েছেন। তিনি মালির সৈন্যদের প্রশিক্ষণ দেয়ার কাজে নিয়োজিত ছিলেন। সেনাবাহিনী ও কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।

মঙ্গলবার রাতে এএফপি’র হাতে আসা এক সামরিক বিবৃতিতে বলা হয়, ‘রাশিয়ার উপদেষ্টার’ সাথে থাকা মালির এক সামরিক উইনিট দেশটির হোমবারি শহরের কাছে বোমা বিস্ফোরণের শিকার হয়। মালির ওই সামরিক বিবৃতিতে বলা হয়, এতে মারাত্মকভাবে আহত রাশিয়ার এক সামরিক উপদেষ্টাকে হেলিকপ্টারে করে মধ্যাঞ্চলীয় সেভারি শহরে নেয়া হয়। পরে সেখানে তিনি মারা যান।

মালির সরকারিভাবে দেয়া বর্ণনা অনুযায়ী রাশিয়ার সামরিক উপদেষ্টা হিসেবে মালিতে দায়িত্ব পালনরত প্রশিক্ষকদের ক্ষেত্রে এটি প্রথম মৃত্যুর ঘটনা বলে নিশ্চিত করা হয়েছে। যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও অন্যরা বলছে, রাশিয়ার বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠান ওয়াগনারের সামরিক প্রশিক্ষকরা মালিতে কাজ করছে। মালির সেনাবাহিনী নিয়ন্ত্রিত সরকার তাদের এমন দাবি প্রত্যাখান করে। খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান