স্বপ্নময় আবেগ
টোকায় টোকায় দু আঙ্গুলে
নি:শেষ স্বপ্নময় আবেগ
ধোঁয়ায় ধোঁয়ায় ধুম্রজাল
জলেবন্দী পাহাড়ের আকাঙ্খা
সব ছেড়ে নি:শ্ব মায়াজাল!!!
পাহাড়ের কান্না স্তম্ভিত
নাগরিক বিলাসী আয়োজনে
ব্যবসায়ী আচরনে উড়ে যায় বকপক্ষী
সাইবেরিয়ার শান্ত অ্যালবাট্রোস।
ভেঙ্গে চুরমার নিরব কাঠামো
শহুরে রাত্রির বিলাসিতায়___
নিয়ন আলোয় ঢুকরে কাঁদে
বাঁশের টুকরিতে কাত হওয়া জীবন,
ফরমালিনে উড়ে যায় মানবতা
নৈতিক অবক্ষয়ে নেতারা উদ্ভাসিত
হাইড্রলিক শব্দে জড়ানো চিন্তা
রকমারী আলোয় ক্লান্ত নয়ন
প্রিয়ার বাহুতে শব্দহীন শয়ন। |
আজকের বাজার: আরআর/ ২২ নভেম্বর ২০১৭