প্রতিদিন ময়লার ধ্বংসস্তুপে লুটোপুটি খায়
আমাদের আত্মা, বিসর্জিত বিবেক।
রঙচটা মুখে লেগে যায় কামনার দৃষ্টি
ভাঁজে ভাঁজে নিত্যি প্রেমের হলিখেলা
খালি পেটে কেবলি হায়েনার হাহাকার
পেট পুরে যায় অহংকারের ধুলায়,
ধুলায় জর্জরিত নিরুপায় প্রাণ।
অহংবোধে ছাই হয় মানবীয় জ্ঞান
পানকৌড়ির ডানায় ডুবে যায় প্রেম
নাকে-মুখে বের হয় কষ্টে পোঁড়া ধোঁয়া
রাতের আঁচলে মুখ ঢেকে শান্তনা
দানবীয় জোৎস্নায় ভাসে পোঁড়া স্বপ্ন
জীবাষ্ম প্রেমের যন্ত্রণায় দ্বগ্ধ চাহনি
চোখের কোণে নিঃস আবেগী জল।
জলে ভাসে মেঘনার বালুচর
বালুচরে লাল কাঁকড়ার আর্তনাত
গর্তে মুখ গুঁজে খোঁজে নিঃশ্বাস
দূষিত হাওয়ায় ওষ্ঠাগত প্রাণ
হাফ ছেড়ে বাঁচার প্রাণান্ত প্রচেষ্টা।
আজকের বাজার: আরআর/ ০৫ ডিসেম্বর ২০১৭