ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ইন্দোরের হলকার ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনে ব্যাট করছে ভারত।
ভারত স্কোর: ১৩৮/৩ (৩৬ ওভার)
ভারতের ‘বিগ ফিশ’ কোহলিকে ফেরালেন রাহী
দ্বিতীয় দিনের শুরুতেই ভারতীয় শিবিরে জোড়া আঘাত হানলেন আবু জায়েদ রাহী। ফেরালেন ভারতের ‘বিগ ফিশ’ বিরাট কোহলিকে। এলবিডব্লিউর ফাঁদে পড়ে শূন্য রানে ফিরে গেলেন ভারতের কাপ্তান।
এই রিপোর্ট লেখা অব্দি ভারতের সংগ্রহ ৩ উইকেটে ১১৯ রান। উইকেটে আছেন মায়াঙ্ক আগারওয়াল (৩৯) এবং আজিঙ্কা রাহানে (০)।
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ কাপ্তান মুমিনুল হক। ব্যাট করতে নেমে ভারতের বোলিং তান্ডবে ১৫০ রানে সবকয়টি উইকেট হারায় বাংলাদেশ। শুরুতে রাহীর বলে রোহিত ফিরলেও, দিন শেষে চালকের আসনে ভারত।
প্রথম দিন শেষে,ভারতের সংগ্রহ ১ উইকেটে ৮৬ রান। মায়াঙ্ক ৩৭ ও পুজারা ৪৩ রান নিয়ে হলকার স্টেডিয়ামে আজ দ্বিতীয় দিন শুরু করেছেন।
আজকের বাজার/আরিফ