রফিকুজ্জামান সিজার, কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মধুপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক পুলিশ কর্মকর্তা (এএসপি) মীর নাজমুল হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার (১১ ফেব্রæয়ারী ) বাদ আছর তার নিজ গ্রাম মধুপুর পারিবারিক কবর স্থানে তাকে সমাহিত করা হয়। এর আগে মধুপুর কলেজিয়েট স্কুল মাঠ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল তার মরদেহে পুষ্পমাল্য অর্পন করেন।
এ সময় আরোও উপস্থিত ছিলেন যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ও কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক প্রশাসক জাহিদ হোসেন জাফর , মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ১ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।