রায়পুরায় ট্রেন দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

নরসিংদীর রায়পুরায় পৃথক স্থানে ট্রেনে কাঁটা পড়ে ২ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (২০ জুন)  উপজেলার মেথিকান্দা ও আমীরগঞ্জে  দুর্ঘটনা ২টি ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার বাদুয়ারচরের এমদাদুল হক (৩৫) ও অজ্ঞাত নারী (২৫)।

পুলিশ  সূত্রে  জানা যায়, বুধবার সকাল ৮টায় রায়পুরা উপজেলার মেথিকান্দা এলাকায় ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনে কাঁটা পড়ে এমদাদুল হক নামে এক ব্যক্তির মৃত্যু হয়।

অপরদিকে, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের আমিরগঞ্জ এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী নিহত হন।

রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে।

নরসিংদী রেলওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক শাহ আলম জানান, নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসনের অনুমতিতে লাশ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।

আজকের বাজার/এসএম