রাজধানীর রায়েরবাজারে নদীর ড্রেজিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০ টার দিকে র শিকদার মেডিকেলের পাশে এই দুর্ঘটনা ঘটে।
নিহত তিন শ্রমিক হলেন- সিরাজগঞ্জের জরু শেখ (৪৫), তার ভাই সাইফুল শেখ (৩৫) ও বগুড়ার মঞ্জুরুল হক (৪০)।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রায়েরবাজার থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক মহসিন।
তিনি গণমাধ্যমকে বলেন, ঘটনাস্থলে আমাদের একটি টিম রয়েছে। তারা বিষয়টি পর্যবেক্ষণ করছেন। আর নিহতদের লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আজকের বাজার/লুৎফর রহমান