পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি রিং শাইন টেক্সটাইলের পরিচালনা পর্ষদ প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) তহবিল থেকে ব্যাংক ঋণ পরিশোধ প্রক্রিয়া সংশোধন করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির পরিকল্পনা অনুযায়ী প্রসপেক্টাসে ঢাকা ব্যাংক এবং উরি ব্যাংকের ঋণ পরিশোধের কথা উল্লেখ আছে। কোম্পানিটি যথা সময়ে উরি ব্যাংকের ঋণ পরিশোধ করেছে। কোম্পানিটি প্রিমিয়ার ব্যাংক থেকে ঋণ নিয়েছে। এখন কোম্পানিটি উরি ব্যাংকের পরিবর্তে প্রিমিয়ার ব্যাংকের ২২ কোটি টাকা পরিশোধ করবে।