তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানির রিং সাইন টেক্সটাইল লিমিটেড শেয়ার ও কর্পোরেট অফিসের ঠিকানা পরিবর্তন করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটিকে ৮ জানুয়ারি ফ্লট#২২৪-২৬০, এক্সটেনশন এরিয়া, ডিইপিজেড, গণকবাড়ি, সাভার থেকে হাউজ#০৫, রোড#০৬, ব্লক#কে, বাড়িধারা মডেল টাউন গুলশানে পরিবর্তন করা হয়েছে।