রিকশায় চড়ে ভোটকেন্দ্রে গেলেন অর্থমন্ত্রী

রিক্সায় চড়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

সোমবার (৩০ জুলাই) সকালে ১১টার পর সিলেটের দুর্গা কুমার পাঠশালা কেন্দ্রে যান তিনি।

এসময় তার সঙ্গে পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

ভোট দিয়ে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ভোট অবাধ ও সুষ্ঠু হলেও একটি পক্ষ অযথাই অভিযোগ তুলছে। তিনি আওয়ামী লীগ মেয়র প্রার্থী বদর উদ্দিন কামরানের বিজয় কামনা করেন।

এর আগে সকালে তিনি হেলিকপ্টারে সিলেট পৌঁছান।

আজকের বাজার/এমএইচ