৮ নভেম্বর মঙ্গলবার ২০২২ তারিখে সকাল ১১ রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর কেন্দ্রীয় কার্যালয়ে ‘এসইপি-
ডেইরি ও প্লাস্টিক রিসাইকেল’ প্রকল্পের আওতায় কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে অর্জিত শিখন বিষয়ক একটি কর্মশালা
অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক মহোদয় জনাব আবুল হাসিব খান।
কর্মশালায় বিশেষ অতিথি ও বিশেষজ্ঞ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে মোঃ আব্দুস শহিদ, সিনিয়র স্টেশন
অফিসার, হাজারীবাগ স্টেশন, এফএসসিডি, মো: রেজাউল হক, উপ পরিচালক, বিএসটিআই, স্থপতি মো: নাফিজুর
রহমান, প্রিন্সিপল রিসার্চ অফিসার ও হেড অব হাউজিং ডিভিশন, এইচবিআরআই, ড. কুমুদ রঞ্জন মিত্র, জেলা প্রাণী
সম্পদ অফিসার, মুন্সিগঞ্জ, অধ্যাপক ড. ওহিদুজ্জামান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, অধ্যাপক ড.
নীখিল রঞ্জন ধর, বুয়েট।কেন্দ্রীয় কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-পরিচালক জনাব দিপক রঞ্জন চক্রবর্তী,
মহাব্যবস্থাপক জনাব আলাউদ্দিন খান, সহকারী মহাব্যবস্থাপক জনাব মাহমুদুল কবির লিটনসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগ
প্রকল্পের ফোকাল ও রিকের মহাব্যবস্থাপক জনাব আলাউদ্দিন খান সকলকে শুভেচ্ছা জানিয়ে তার স্বাগত বক্তব্য
রাখেন। উদ্বোধনী বক্তব্য প্রদান করেন নির্বাহী পরিচালক জনাব আবুল হাসিব খান। পরবর্ততীতে প্রকল্পের অর্জন,
শিখন, চ্যালেঞ্জ এবং ভবিষৎ করণীয় ইত্যাদি বিষয়ের উপর একটি উপস্থাপনা করা হয়।
এসইপি-ডেইরি প্রকল্পের ম্যানেজার জনাব মোঃ শফিকুল ইসলাম এবং এসইপি-প্লাস্টিক রিসাইকেল প্রকল্পের ম্যানেজার আশফাকুর রহমান
আশা তা উপস্থাপন করেন। যথাক্রমে ।কর্মশালায় উপস্থিত অংশগ্রহণকারী এবং বিশেষ অতিথি ও বিশেষজ্ঞ আলোচকবৃন্দ
উপস্থাপনার উপর তাদের গুরুত্বপূর্ণ মতামত রাখেন। সকলের আলোচনা মতামত ও পরামর্শের উপর ভিত্তিতে উপ
প্রকল্পের পরবর্তী একটি রোডম্যাপ প্রস্তত করার বিষয়ে ঐক্যমত পোষণ করা হয়।
কর্মশালার তাৎক্ষণিক ফলাফল:
উপস্থিত সকলের আলোচনার প্রেক্ষাপটে কিছু গুরুত্বপূর্ণ ফলাফল অর্জিত হয় যা নিম্নে দেয়া হলো:
প্লাস্টিক বর্জ্য রিসাইকেলিং ও নিরাপদ দুগ্ধজাত খাদ্য তৈরী বিষয় দুটি দেশের সার্বিক উন্নয়নে বিশেষ ভ‚মিক
রাখবে এবং সুস্থ্য সবল পরিবেশ নিশ্চিতকরণে গুরুত্বপূর্ন অবদান রাখবে। সুতরাং উদ্যোগটি অত্যন্ত সময়োপযোগি বলে সকলে একমত পোষণ করেন
যেকোন পণ্য উৎপাদন, গুণগতমান নিশ্চিতকরণ ও বিপণন করার জন্য সরবরাহ চেইন নিশ্চিত করা এবং
সংশ্লিষ্ট সকলের তথ্য বাতায়ন তৈরি করতে হবে। পাশাপাশি উদ্য্যোক্তাদের প্রোণোদনা, স্বীকৃতি ও উৎসাহ
প্রদান করতে হবে;
সংশ্লিষ্ট উদ্যোক্তারা সৃজনশীল বা ইনোভেটিভ পণ্য উৎপাদন ও বাজারজাতকরণে কি ধরণের সুবিধা ও লাভ
অর্জন করতে পারবে সে বিষয়ে সুনির্দিষ্টভাবে তাদের সামনে তুলে ধরতে হবে;
সকল ধরণের পণ্য উৎপাদনে অটোম্যাটিক যন্ত্র বা ম্যাশিন সংগ্রহ ও স্থাপন করতে উদ্যোক্তাদের উৎসাহিত
করতে হবে। একই সাথে পরিবেশসম্মত বা পরিবেশ বান্ধব উন্নত প্রযুক্তি ও ম্যাশিনারিজ ফ্যাক্টরিতে স্থাপন
করতে হবে। বুয়েটের এবং এইচবিআরআই এর পক্ষ থেকে এ বিষয়ে সহায়তা করবে কিভাবে স্বল্প খরচে
ম্যানুয়ালী ও অটোম্যাটিক যন্ত্র তৈরী করা যায়;
এইচবিআরআই সকল ধরনের সহযোগিতা প্রদান করার প্রত্যয় ব্যক্ত করেন বিশেষ করে টাইলস্, ব্রিক্স তৈরি
এবং প্লাস্টিক বর্জ্য সংগ্রহে মডেল নির্মাণে।
যে সকল পলিথিন রিসাইকেল হয় না সেগুলো দিয়ে মূলত ব্রিক্স ও টাইল তৈরীর পরামর্শ প্রদান করেন।
একই সাথে ফুয়েল তৈরীর উপর বিশেষ গুরুত্বারোপ করেন।
এইচবিআরআই যে কোন প্রতিষ্ঠান এই জাতীয় প্রকল্পের বিভিন্ন কর্মসূচি যেমন সেমিনার, প্রশিক্ষণ, কর্মশালা,
মেলা ইত্যাদি আয়োজনে ও বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করবে। এমনকি প্রতিষ্ঠানের সকল ধরণের
লজিস্টিক সার্পোট প্রদান করবে।
আইপি বা ইন্ডাস্ট্রিয়াল প্রডাকশন প্রকৌশলী গাইডলাইন তৈরিতে এইচবিআরআই সহযোগিতা করবে;
প্লাস্টিক রিসাইকেল পণ্যের জাতীয় ও আন্তর্জাতিক এক্সপো আয়োজন করতে হবে।
সকল উদ্যোক্তাদের নিয়ে সমিতি বা এসোসিয়েশন তৈরি করতে হবে তাদের ব্যবসার স্থায়িত্ব তৈরি ও ট্রেড
লাইসেন্স এবং বিভিন্ন সনদায়নের জন্য বিএসটিআই প্রকল্পের দুটি পণ্য সনদায়নের জন্য সহায়তা করবেন;
প্লাস্টিক পণ্য সনদায়নের জন্য বিএসটিআই কাজ করে না তবে এক্ষেত্রে সহায়তা প্রদান করতে পারবে;
ত্রৈপক্ষ (ট্রাই পার্টি) যেমন এইচবিআরআই, বুয়েট ও রিক বা এসইপি প্রকল্প এর মধ্যে সমঝোতা স্বাক্ষর করা
ভবিষৎ কর্মপন্থা তৈরি ও বাস্তবায়নের জন্য
উপরোক্ত বিষয়াদি বিবেচনায় নিয়ে প্রকল্পের চলমান কার্যক্রম পর্যালোচনাপূর্বক পরিকল্পনা পূনঃবিন্যাস করার প্রতিশ্রুতি
প্রদান ও উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপনের মাধ্যমে কর্মশালাটি সমাপ্ত হয়।