গ্রাহকদের জন্য কোনও রিচার্জ ছাড়াই প্রথমবারের মতো ৪৮ পয়সা (ভ্যাট, সরকারী চার্জ ছাড়া) ফ্ল্যাট কল রেট অফার আনল বন্ধুদের বন্ধুদের #১ নেটওয়ার্ক এয়ারটেল। এটি বাজারের সেরা কল রেট অফার। গ্রাহকরা শুধু *১২৩*০৪৮# কোড ডায়াল করে আকর্ষণীয় অফারটি উপভোগ করতে পারবেন।
সাত দিন মেয়াদসহ এয়ারটেলের সকল প্রিপেইড গ্রাহকরা অফারটি উপভোগ করতে পারবেন। গ্রাহকদের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে বাজারে আকর্ষণীয় অফার চালুর ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে এয়ারটেল।