রিজার্ভের অর্থ ফিরিয়ে আনতে এপ্রিলে মামলা

রিজার্ভের অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের নিয়িইয়র্কে আগামি এপ্রিলে মামলা করবে বাংলাদেশ ব্যাংক। এ ঘটনায় ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকের (আরসিবিসি) বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের একটি এসব কথা উঠে আসে।অর্থমন্ত্রী জানান, চুরি যাওয়া রিজার্ভের অর্থ ফেরত আনতে মামলার বিষয়ে আলোচনা হয়েছে। আমরা আগামী এপ্রিলেই অর্থ উদ্ধারে মামলা করতে চায়। নিউইয়র্কের আদালতে এ মামলা করা হবে। এজন্য সিআইডিকে প্রয়োজনীয় রিপোর্ট তাড়াতাড়ি সরবরাহ করতে নির্দেশ দেয়া হয়েছে।

মামলা দায়ের প্রসঙ্গে মন্ত্রী আরো বলেন, মামলা করার জন্য কোনো ল ফার্ম এখনও অবধি নিয়োগ দেয়া হয়নি। তবে এ বিষয়ে আমেরিকার একটি ফার্মকে নিয়োগ দেয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি

প্রসঙ্গত, ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে (ফেড) রক্ষিত বাংলাদেশ ব্যাংকের হিসাব ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। পাঁচটি সুইফট বার্তার মাধ্যমে চুরি হওয়া এ অর্থের মধ্যে শ্রীলঙ্কায় যাওয়া ২ কোটি ডলার ফেরত আসে। তবে ফিলিপাইনে যাওয়া ৮ কোটি ১০ লাখ ডলারের মধ্যে ৬ কোটি ৬৪ লাখ ডলার এখনও ফেরত আসেনি ।

এমআর/