পুঁজিবাজারে তালিকাভুক্ত রূপালি ব্যাংকের পরিচালনা পর্ষদ মুনাফার তুলনায় বেশি লভ্যাংশ ঘোষণা করেছে। এক্ষেত্রে ব্যাংকটির রিজার্ভ কমে আসবে। তবে মুনাফার শতভাগই ব্যাংকে থাকবে। যা দিয়ে পরিশোধিত মূলধন বাড়ানো হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্যাংকটির ২০১৭ সালে সাবসিডিয়ারিসহ সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৯৮ টাকা। এই মুনাফার বিপরীতে ব্যাংকটির পর্ষদ ২৪ শতাংশ হারেশেয়ারপ্রতি ২.৪০ টাকার বোনাস শেয়ার ঘোষণা করেছে। এক্ষেত্রে মুনাফার ১২১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। যাতে মুনাফার অতিরিক্ত ২১ শতাংশ রিজার্ভের সঙ্গে সমন্বয় করা হবে।
কোম্পানিটির ২০১৭ সালে শেয়ার প্রতি ১.৯৮ টাকা হিসেবে মোট ৬০ কোটি ১২ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। তবে শেয়ারপ্রতি শেয়ারপ্রতি ২.৪০ টাকা হিসেবে ৭২ কোটি ৮৭ লাখ টাকার পরিশোধিত মূলধন বাড়ানো হবে। এক্ষেত্রে মুনাফার অতিরিক্ত ১২ কোটি ৭৫ লাখ টাকার রিজার্ভ কমে আসবে।
৩০৩ কোটি ৬৪ লাখ টাকা পরিশোধিত মূলধনের রূপালি ব্যাংকে ৫৯৯ কোটি ৬১ লাখ টাকার রিজার্ভ রয়েছে। তবে ২০১৭ সালে মুনাফার অতিরিক্ত লভ্যাংশ ঘোষণা করা ফলে ১২ কোটি ৭৫ লাখ টাকার রিজার্ভ কমে আসবে।
উল্লেখ, শনিবার (০৫ মে) রূপালি ব্যাংকের শেয়ার দর দাড়িঁয়েছে ৫৫.১০ টাকায়।
এস/