পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রিজেন্ট টেক্সটাইল লিমিটেড ৫% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সর্বশেষ ৬ মাসের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পনির পরিচালকেরা এর শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ ঘোষণা দেন।
এর আগে কোম্পানিটি ডিসেম্বর শেষ হওয়া ১২ মাসে ১০ শতাংশ লভ্যাংশ দেয়। সবমিলিয়ে কোম্পানিটি ১৮ মাসে ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানি সূত্রে জানা গেছে, সর্বশেষ ৬ মাসে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ৭৩ পয়সা।
আগামী ২৭ নভেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ঘোষণা করা হয়েছে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ নভেম্বর।