জীবনের ঘোড়াগুলি এখন আর কোন কথা শোনে না। মনের তলপেটে একটায় ভয়ানক দানা বেধেছে। সে নিজের ইচ্ছেয়, ঘাস খায়, লতা পাতা, খড়কুটা খায়। আমাকেও কখনো সখনো ভালোবাসে তবে তা শুধু নিছক অবহেলায়। এখন আর আমি পড়তে পারি না তার চোখের পাতায় লেখা পৃথিবীর সমস্ত স্বপ্নগুলো। সে এখন আমার কাছে রহস্যের আরেক উপমা। ক্ষ্যাপার মত সে দৌড়ায় অচেনা কোন এক স্বপ্নজয়ের পিছু অথবা অন্য কোন কিছু। আমি কী ছুটে চলেছি; সেই ঘোড়ার মত তোমার পিছু পিছু। নাকি কোন এক নির্দিষ্ট গন্তব্য শেষে তুমিও চোখের ইশারায় দেখিয়ে দেবে আমায়-ফুটপাতের ছেড়া, ফুটো উড়ো পলিথিন। যার প্রতিবিম্বে দেখতে পাও তুমি আমায়।
আজকের বাজার: আরআর/ ১৬ আগস্ট ২০১৭