বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার চার্জশিটভুক্ত আরও চার আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন।
রোববার, ৬ অক্টোবর সকালে বরগুনার আদালতে তারা আত্মসমর্পণ করেন।
মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট এম. মজিবুল হক কিসলু বিষয়টি নিশ্চিত করেছেন।
আত্মসমর্পণ করা চার আসামি হলেন- রাকিবুল হাসান রিফাত হাওলাদার, আবু আব্দুল্লাহ ওরফে রায়হান, প্রিন্স মোল্লা ও মোহাইমিনুল ইসলাম সিফাত।
এদের মধ্যে রাকিবুল হাসান রিফাত হাওলাদার, আবু আব্দুল্লাহ ওরফে রায়হান ও প্রিন্স মোল্লা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তারা নারী ও শিশু অপরাধ দমন ট্রাইব্যুনালে এবং সিফাত বরগুনার সিনিয়র ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন।
গত ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় রিফাত শরীফকে।
আজকের বাজার/এমএইচ