সোশ্যাল নেটওয়র্কিং সাইটে কমবেশি সকলেই বেশ অ্যাক্টিভ। খবরের পাতায় প্রিয় তারকার নিউজ পাওয়ার আগেই সেলেবরাই নিজেদের আপডেট টাইম টু টাইম পৌঁছে দেন ভক্তদের কাছে। তেমনই রিয়া সেনও নিজের প্রতিটি খবরাখবর পোস্ট করেন নিজের সোশ্যাল অ্যাকাউন্টে। সম্প্রতি তাঁর একটি পোস্টে তাক লাগিয়ে দিয়েছে সকলকে।
ছবি আপলোড করার প্রতিযোগীতায় তিনি লম্বা রেসের ঘোড়া৷ কখনও বিকিনিতে বা কখনও শাড়িতে, বাকি নায়িকাদের থেকে কীভাবে লাইমলাইট কাড়তে হয় সেই সাইবার গেম ভালোই রপ্ত করেছেন রিয়া৷তাই সোনম কাপুরের বিয়ে নিয়ে যেখানে গোটা দেশ উত্তাল সেখানে সকলের নজর কাড়লেন এই সেক্সিফটো দিয়ে৷
রিয়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট একটু উঁকি মারলেই খোঁজ পাওয়া যাবে তাঁর ব্যক্তিগত জীবনের৷ বর এবং বন্ধু-বান্ধব নিয়ে বেশ সুখে শান্তিতেই আছেন নায়িকা।
https://twitter.com/Ri_flect