ঘরের মাঠে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে টেস্ট জয়ের পর দক্ষিণ আফ্রিকা সফরে সফরকারীদের কাছ থেকে সাদা পোশাকের লড়াইয়ে ভালো ফল প্রত্যাশা ছিল ভক্তদের। তবে প্রথম টেস্টে স্বাগতিক প্রোটিয়ার বিপক্ষে বড় ব্যবধানের পরাজয়ের পাশাপাশি দ্বিতীয় ইনিংসে দশ বছর পর আবারো ১০০ রানের নিচে অল-আউট হওয়াটা ধাক্কা দিয়েছে ক্রিকেটানুরাগীদের মনে।
হতাশাটা বেশি ছড়িয়েছে যারা মাঠের লড়াইয়ে ছিলেন সেই ক্রিকেটারদের মাঝে। উড়তে থাকা দলের এমনভাবে মাটিতে নেমে আসাটা মানতে পারছেন না তাঁরাও। তবে পচেফস্ট্রুম টেস্টের স্মৃতিতে পড়ে থাকতে চায় না বাংলাদেশ দলের ক্রিকেটাররা। কি করে সিরিজ নির্ধারণী ম্যাচে ভালো করা যায় এদিকেই আপাতত নজর রিয়াদদের।
পচেফস্ট্রুম থেকে দ্বিতীয় টেস্টের গন্তব্য ব্লুমফন্টেইনে পারি জমানোর আগে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হন জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। এসময় পচেফস্ট্রুম টেস্টকে পেছনে ফেলে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর প্রত্যায় ব্যক্ত করেন রিয়াদ। প্রথম টেস্টের উইকেট ভালো ছিল আর বাংলাদেশের ব্যাটসম্যানরা তা কাজে লাগাতে পারেনি উল্লেখ করে এসময় তিনি জানান, “উইকেট খুব ভালো ছিল। তবে আমরা চেয়েছিলাম ব্যাটিংটা সেভাবে করতে পারিনি। ম্যাচে ছোট ছোট অনেকগুলো ভুল করেছি। তবে দ্বিতীয় টেস্টে আমরা ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী।”
স্বাগতিকদের বিপক্ষে কাজটা মোটেও সহজ হবে না এটা সবার পাশাপাশি রিয়াদেরও খুব ভালো করে জানা। তবে নিজেদের সেরাটা দিতে পারলে তা যে খুব কঠিন কিছু নয় তাও সাংবাদিকদের জানিয়ে দিলেন রিয়াদ।
উল্লেখ্য, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজ নির্ধারণী দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি ৬ অক্টোবর থেকে ব্লুমফন্টেইনে অনুষ্ঠিত হবে। এদিকে, এই ম্যাচে দেশসেরা ওপেনার ও দলের ব্যাটিং স্তম্ভের অন্যতম ভরসার প্রতীক তামিম ইকবালকে পাচ্ছে না বাংলাদেশ। জানা গেছে, তিনদিনের ম্যাচের সময়ে পেশিতে পাওয়া চোটের জায়গায় পচেফস্ট্রুম টেস্টে খেলার সময় আবারো আঘাতপ্রাপ্ত হয়েছেন তিনি। যার ফলে তাঁকে একাদশের বাইরে থেকেই ঘুরে দাঁড়ানোর মিশনে সিরিজের শেষ টেস্ট ম্যাচে নামতে হবে সফরকারীদের।
আজকের বাজার: সালি / ৪ সেপ্টেম্বর ২০১৭