রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ বন্ধ হওয়ার পথে

সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ শিক্ষকদের বেতন-ভাতা বন্ধসহ প্রয়োজনীয় উন্নয়নের অভাবে প্রতিষ্ঠানটি প্রায় বন্ধ হওয়ার পথে।

প্রবাসীকল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. নমিতা হালদারকে দেওয়া এক সংবর্ধনা সভায় প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন স্কুলের পর্ষদ কর্মকর্তারা।তারা স্কুলটি বাঁচানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা চাইছেন।

এ সময় কেন্দ্রিয় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহসভাপতি আব্দুস সালামসহ দূতাবাসের কর্মকর্তা ও অন্যান্য অভিভাবকরা উপস্থিত ছিলেন।

আজকের বাজার/আরজেড