মুশফিকুর রহিমকে অধিনায়কত্ব থেকে অব্যাহতি দিয়ে বাংলাদেশ জাতীয় টেস্ট দলের নতুন অধিনায়ক করা হয়েছে দলের সেরা ক্রিকেটার ও বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। অধিনায়কত্বের পাশাপাশি পরিবর্তন এসেছে সহ-অধিনায়কত্বেও। তামিম ইকবালের পরিবর্তে টেস্টে নতুন সহ-অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে মাহমুদউল্লাহ্ রিয়াদের নাম।
নতুন অধিনায়ক ও সহ-অধিনায়ক ঘোষণার একদিন পর সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন সাকিব আল হাসান। এ সময় বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি।
দলের নেতৃত্বগুণ ও নেতৃত্বের মনোভাব সম্পর্কে বলতে গিয়ে সাকিব বলেন, ‘আমরা বেশ কয়েকজনই আছি, যারা দলের নেতা এবং যে কোনো সিদ্ধান্তই আমরা একসঙ্গে মিলেই নেই। কেউ অধিনায়ক থাক বা না থাক সেটা ব্যাপার নয়, যখন আমরা মাঠে খেলতে নামি। সবার সাহায্যই দরকার হবে। আর রিয়াদ ভাই তো কয়েক বছর ধরেই বিপিএলে ভালো অধিনায়কত্ব করছে। নেতৃত্বগুণ উনার ভেতর অনেক আগে থেকেই আছে। আমার কাছে মনে হয়, আমার জন্য কাজটি সহজ হবে।‘
সাম্প্রতিককালে দলে বেড়েছে প্রতিযোগিতা। আছেন অনেক পারফরমার, যাদের অনেকেই এখন সিনিয়র ক্রিকেটার। আর এতে অধিনায়কত্ব সহজ হয়ে উঠবে বলে ধারণা সাকিবের। তিনি বলেন, ‘অবশ্যই কাজটা সহজ হবে। এখন বেশির ভাগ ক্রিকেটাররাই প্রায় সবসময় পারফর্ম করছে। ক্রিকেটাররা যখন পারফর্ম করে, অধিনায়কের ওরকম কোনো কাজই থাকবে না। আশা করি সবাই মিলে ভালো করবে। সবাই মিলে ভালো করলেই দল ভালো করবে।‘
টি-২০’র পর টেস্টের অধিনায়কত্ব পাওয়াও প্রত্যাশিত ছিল কি না, এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘আমি কোনো কিছু প্রত্যাশা করি না। কিছু ছেড়েও দেই না। আসলে ভালো, না আসলে ঠিক আছে।’
অধিনায়কত্ব উপভোগ করার প্রসঙ্গে তিনি বলেন, ‘উপভোগের চেয়ে বেশি আমার কাছে মনে হয় এটা দায়িত্ব। দায়িত্বটি অবশ্যই চেষ্টা থাকবে সেরা ভাবে যেন পালন করতে পারি।’
আজকের বাজার: সালি / ১১ ডিসেম্বর ২০১৭