সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর জন্য দায়ী করে গ্রেফতার করা হয় তার প্রেমিকা রিয়া চক্রবর্তীকে। যার উপর এখন মাদক মামলাও চলছে। এই মামলায় জেল হেফাজতের মেয়াদ বাড়ল রিয়ার। ৬ অক্টোবর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতেই রাখা হবে রিয়াকে।
বাইকুলা মহিলা সংশোধনাগারে ছিলেন রিয়া। সেখানে রিয়ার শেষ দিন ছিলো মঙ্গলবার। কিন্তু দায়রা আদালতের নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) আরজিতে তাকে হেফাজতে রাখার সময় বাড়ল।
এখনই রিয়া ও তার ভাই সৌভিককে নিজেদের হেফাজত থেকে ছাড়তে চাইছে না এনসিবি। তাই তাদের বন্দিত্বের মেয়াদ বাড়ানোর আবেদন করে। গত ৯ সেপ্টেম্বর রিয়াকে গ্রেফতার করে এনসিবি। সেবারও ১৪ দিনের জেল হেফাজত হয় রিয়ার। মঙ্গলবার সেই মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নতুন করে আদালতে আবেদন জানিয়েছিল এনসিবি। আদালত এদিন আরো ১৪ দিনের হেফাজত মঞ্জুর করেছেন। তথ্য-ডেইলি বাংলাদেশ
আজকের বাজার/আখনূর রহমান