চ্যাম্পিয়ন্স লিগের পর এবার রিয়ালেও গোলের সেঞ্চুরি করে মাইলফলক স্পর্শ করলেন রোনালদো। রিায়ালের হয়ে পিএসজির বিপক্ষে জোড়া গোল করে এ ইতিহাস গড়েন পর্তুগিজের যুবরাজ রোনালদো।
রিয়ালের জার্সিতে শততম গোলের দেখা পেতে বাকি ছিল মাত্র ১ টি গোল। এমন সমীকরণ নিয়ে পিসজির বিপক্ষে মাঠে নামেন রোনালদো। ম্যাচের ৪৫ মিনিটে বিরতির ঠিক আগে ডি-বক্সে জার্মান মিডফিল্ডার ক্রসকে কাঁধ ধরে ঠেকানোর চেষ্টা করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। আর এই সুযোগটিই সফলভাবে কাজে লাগান রোনালদো। পেয়ে যান শততম গোল।
এ নিয়ে চলতি আসরে রোনালদোর গোল হলো সর্ব্বোচ্চ ১১ টি। আর ইউরোপের সেরা ক্লাবগুলোর এই প্রতিযোগিতায় সব মিলিয়ে সর্বোচ্চ ১১৬ টি।
আজকের বাজার: আরজেড/আরএম/১৫ ফেব্রুয়ারি ২০১৮