সান্তিয়াগো বার্নাব্যুতে আজ (মঙ্গলবার, ২৬ নভেম্বর) রাত দুইটায় চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ফিরতে লেগে মুখোমুখি রিয়াল ও পিএসজি। নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র, এডিনসন কাভানি ও কিলিয়ান এমবাপেকে নিয়ে সমৃদ্ধ প্যারিস সেন্ট রিয়ালের প্রতিশোধের ম্যাচ আজ নেইমারে পিএসজির বিপক্ষে
জার্মেইয়ের আক্রমণ ভাগ। চোট কাটিয়ে সবশেষ লিগ ম্যাচে খেলেন ব্রাজিলীয় তারকা। প্রথম লেগে চোটের কারণে খেলতে পারেননি তিনি।
নেইমার, কাভানি, এমবাপে ছাড়াই প্রথম লেগে প্যারিসে রিয়াল ৩-০ গোলে হেরে আসে। এবার বার্নাব্যুতে তিন তারকা নিয়ে পিএসজি আরও শক্তিমত্তা নিয়ে মাঠে নামবে। এ দিকে, গ্যারেথ বেলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকদিন ধরেই ছন্দের বাইরে ওয়েলস স্ট্রাইকার। সমর্থকদের মধ্যেও বেলের ব্যাপারে ক্ষোভ তৈরি হয়েছে। গত কয়েক ম্যাচে মাদ্রিদ সমর্থকদের রোষের শিকার হয়েছিলেন বেল। কিন্তু পিএসজির বিপক্ষে এ ম্যাচের আগে বেলের ব্যাপারেও সমর্থকদের ধৈর্যের প্রয়োজন আছে মনে করেন জিনেদিন জিদান।
তিনি বলেন, ‘সমর্থকদের ধৈর্য ধরতে হবে। তাদের কাছে অনুরোধ, বেলকে অযথা বিরক্ত করবেন না। বেলকে নিয়ে অকারণে গুঞ্জন ওঠে। ও আমাদের দলের হয়ে ভালো ফুটবল উপহার দিতে চায়। আশা করি, বাকি মৌসুমে এ সমস্যায় আর পড়তে হবে না।’
কোচের মতো গ্যারেথ বেলের পাশে দাঁড়িয়েছেন দলের গোলরক্ষক থিবো কোর্তুয়াও। তার কথায়, ‘বেল দলের প্রতি ১০০ শতাংশ দায়বদ্ধ। রিয়ালকে জেতাতেই মাঠে নিজেকে নিংড়ে দেয় ও।’
‘এ’ গ্রুপে চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে পিএসজি। অন্য দিকে, চার ম্যাচে সাত পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল। মঙ্গলবার রাতে রিয়ালকে তাদের ঘরের মাঠে হারাতে পারলেই শীর্ষে থেকে পরের রাউন্ডে যাওয়া নিশ্চিত করবে ফরাসি জায়ান্টরা।
সংবাদ সম্মেলনে কোর্তুয়া বলেন, ‘পিএসজি কঠিন প্রতিপক্ষ। তাই পুরনো ভুলগুলো করা চলবে না। পিএসজির আক্রমণ ভাগ দুর্দান্ত। তবে ওদের জন্য তৈরি রয়েছি।’ আর রিয়াল বস জিদানের কাছে ম্যাচটি প্রতিশোধের না। তিনি বলেন, ‘পিএসজি কড়া প্রতিপক্ষ। ওদের আক্রমণ ভাগ বেশ ভালো। আমাদের হৃদয় ও মস্তিষ্ক দিয়ে খেলে ম্যাচটা জিততে হবে। কোনো প্রতিশোধের ব্যাপার নেই।’
সঙ্গে যোগ করেন, ‘এমবাপেকে দীর্ঘদিন ধরে চিনি। ব্যক্তিগত ভাবে ওর প্রতি আমার ভালবাসা রয়েছে। ওদের আক্রমণ রুখতে সতর্ক থাকতে হবে আমাদের রক্ষণকে।’ বেল এ দিন দলের সঙ্গে অনুশীলন সেরেছেন খোশমেজাজেই। পিএসজির বিপক্ষে তাকে দ্বিতীয়ার্ধে নামিয়ে বিপক্ষকে ঘায়েল করতে চান জিদান। তবে স্প্যানিশ সংবাদমাধ্যমের একটা অংশের ধারণা, শুরুতে বেলকে নামিয়েও চমক দিতে পারেন রিয়াল মাদ্রিদ কোচ।
আজকের বাজার/আরিফ