এল ক্লাসিকো মানেই মনমাতানো ফুটবল ম্যাচ। ফুটবলপ্রেমিদের মাতাতে আগামীকাল শনিবার রিয়ালের মাঠে মেসি ও রোনালদোর লড়াই শুরু হবে। এই ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতে জয়ের হ্যাটট্রিক করার বড় সুযোগ আছে বার্সেলোনার।
ক্রিস মাসের আগের এই ম্যাচে রিয়ালের হয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর খেলাটা বলতে গেলে অনিশ্চিতই। কারণ গত শনিবার ক্লাব বিশ্বকাপের ফাইনালে কাফে চোট পেয়েছিলেন ৫ বারের বর্ষ সেরা ফুটবলার। এই ম্যাচে রোনালদোর না থাকার সম্ভাবনায় রিয়ালের মাঠে টানা ৩ বার জয়ের সুযোগ আরো বাড়বে।
তবে ঘরের মাঠে এই ম্যাচে রোনালদোকে নামানোর ব্যাপারে আশাবাদী রিয়াল মাদ্রিদ। রোনালদোও ক্লাব বিশ্বকাপের ফাইনাল শেষে জানিয়েছিলেন চোট কাটিয়ে শনিবারে ক্লাসিকোতে খেলবেন।
এই ম্যাচে বার্সেলোনায় দলে কোনো পরিবর্তন আসবে না। তাই লা লিগার এই ম্যাচে জয়ের ধারা ধরে রাখার সম্ভাবনা অনেক বেশি। লা লিগার এই ম্যাচটি জিততে পারলে প্রতিপক্ষের মাঠে জয়ের হ্যাটট্রিক হবে বার্সার।
আজকের বাজার: সালি / ২২ ডিসেম্বর ২০১৭