নেইমার রিয়াল মাদ্রিদে যাচ্ছেন, খবরটা যেন সত্যি হওয়ার পথে। চারিদিকে যেভাবে এটা নিয়ে কথা হচ্ছে, তাতে মনে হচ্ছে এই মৌসুমেই রোনালদোদের দলে নাম লেখাতে যাচ্ছেন ব্রাজিলিয়ান এই তারকা।
রাশিয়া বিশ্বকাপ দরজায় দাঁড়িয়ে। মেসি মূলতঃ এটা নিয়েই কথা বলছিলেন এক সাক্ষাতকারে। এরই মধ্যে চলে আসে নেইমার প্রসঙ্গ। ফুটবল বিশ্বে এটাই যে এখন হট টপিক! মেসির কাছে জানতে চাওয়া হয়, সাবেক সতীর্থকে চিরপ্রতিদ্বন্দ্বি রিয়াল মাদ্রিদে খেলতে দেখাটা কেমন হবে?
মেসির কাছে পুরো বিষয়টিই মনে হচ্ছে নেতিবাচক। বার্সা প্রাণভোমরা বলেন, ‘এটা ভয়ানক ব্যাপার হবে। এর কারণ হলো বার্সেলোনায় নেইমারের যা ছিল। এখানে সে গুরুত্বপূর্ণ শিরোপা জিতেছে-চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা…সবার জন্য এটা হবে কঠিন এক ধাক্কা। এমনটা রিয়াল মাদ্রিদকে আরও ভালো করে তুলবে।’
মেসি কথা বললেন বিশ্বকাপে আর্জেন্টিনার সম্ভাবনা নিয়েও। তার লক্ষ্য, দলকে কমপক্ষে টুর্নামেন্টের শেষ চার পর্যন্ত নিয়ে যাওয়া, ‘আমাদের যে ফুটবল ইতিহাস, তাতে এমন অবস্থানে যাওয়ার দাবি রাখি। যদিও গত বিশ্বকাপে এমন জায়গায় যেতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে, তবে এবার আমাদের আবারও যেতে হবে। শুধু দায়িত্ব নয়, আমরা যেমনভাবে যাচ্ছি তাতে এটা এই ইচ্ছেটা করতেই পারি। আমরাই প্রথম রাশিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে চেয়েছি।
আজকের বাজার/আরআইএস