চুক্তির অঙ্কের বিচারে শীতকালীন উইন্ডোর শেষ দিনে সবচেয়ে বড় চমকটা দেখিয়েছে আর্সেনাল। ইংলিশ ক্লাবটি ৬৫ মিলিয়ন ইউরোয় বরুসিয়া ডর্টমুন্ড থেকে কিনে এনেছে ফরাসি ফরোয়ার্ড পিয়েরে হেনরিক আউবামেয়াংকে। তবে টাকা-পয়সার বিষয় বাদ রাখলে, সবচেয়ে বড় চমকটা দেখিয়েছে রিয়াল বেটিস। স্প্যানিশ ক্লাবটি ছোট্ট এক সিদ্ধান্তে হতাশায় পুড়িয়েছে দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনাকে!
এক ‘না’তে রিয়াল-বার্সাকে হতাশ করে বেটিস নিজেদের ঘরেই রেখে দিয়েছে ফাবিয়ান রুইজ পেনাকে। রিয়াল-বার্সার ডাক ফিরিয়ে দিয়ে বেটিসের সঙ্গেই চুক্তি নবায়ন করেছেন ২১ বছর বয়সী স্প্যানিশ তরুণ। চুক্তি নবায়নের মাধ্যমে ২০২২ সাল পর্যন্ত হয়ে গেছেন বেটিসের।
বয়স মাত্র ২১। এরই মধ্যে নিজের প্রতিভা আর পারফরম্যান্সের দ্রুতিতে ফাবিয়ান রুইজ পেনা পেয়ে গেছেন ‘ছোট্ট মেসি’ খেতাব। স্প্যানিশরা তাকে এখন এই নামেই ডাকে। স্বাভাবিকভাবেই এই অমিয় প্রতিভাবান তরুণের দিকে হাত বাড়িয়েছিল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।
এই জানুয়ারিতে কোনো খেলোয়াড় কিনবে না, শেষ দিকের এই সিদ্ধান্ত রিয়াল অবশ্য আপাতত ফাবিয়ানকে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিল। তবে মাদ্রিদ জায়ান্টদের পরিকল্পনা ছিল আসন্ন গ্রীষ্মেই পেনাকে দলে ভেড়ানোর। বার্সেলোনা এই জানুয়ারিতেই দলে পেতে চেয়েছিল তাকে।
‘বড় মেসির সঙ্গে ছোট্ট মেসির জুটি’ বেধে দেওয়ার আশায় বার্সেলোনা চেষ্টাও করেছে ফাবিয়ানকে দলে টানার। কাতালন ক্লাবটি নাকি শেষ দিন পর্যন্তও আশায় ছিল, ‘ছোট্ট মেসি’কে তারা পাবেই। কিন্তু তাদের সেই আশায় জল ঢেলে দিয়েছে বেটিস।
জানুয়ারির উইন্ডো তো গেলই। আগামী গ্রীষ্মেও ‘ছোট্ট মেসি’কে দলে টানার স্বপ্ন বার্সেলোনা পূরণ করতে পারবে বলে মনে হয় না। স্বপ্ন যদি পূরণ করতে চায়ও, সেক্ষেত্রে গুণতে হবে প্রত্যাশার চেয়েও অনেক বেশি টাকা।
কারণ? কারণ, রিয়াল-বার্সাকে শুধু হতাশাই করেনি বেটিস। পাশাপাশি অদূর ভবিষ্যতেও যাতে খুব সহজে তাকে বের করে নিতে না পারে, সেই ব্যবস্থা করে নিয়েছে। নতুন চুক্তিতে ফাবিয়ান রুইজ পেনার রিলিজ ক্লাজ ১৫ মিলিয়ন ইউরো থেকে বাড়িয়ে করে নিয়েছে ৩০ মিলিয়ন ইউরো!
আজকের বাজার : সালি / ১ ফেব্রুয়ারি ২০১৮