রিয়াল মাদ্রিদের দায়িত্ব থেকে সড়ে দাড়ালেন জিনেদিন জিদান।
চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জয়ের মাত্র দুইদিন না পেরোতেই রিয়াল ছাড়ার এই ঘোষণা দিলেন জিদান। বার্নব্যুতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ফুটবলের তারকা জিদান।
টানা আড়াই বছর দায়িত্বে ছিলেন জিদান। এই সময়ে ক্লাবকে ৯টি শিরোপা জিতিয়েছেন তিনি। এর মধ্যে টানা ইউরোপিয়ান শিরোপা তো আছেই। ২০১৬ সালে রিয়ালের সাবেক কোচ রাফায়েল বেনিতেজের জায়গায় দায়িত্ব নেন জিদান।
রিয়ালের প্রেসিডেন্ট ফ্লোরেস্তিনা পেরেজের কাছে নিজের পদত্যাগপত্রের বিষয়টি জানান ফরাসি কিংবদন্তী। তবে এখনও পর্যন্ত কোনো খেলোয়াড়কে বিষয়টি অবহিত করেননি তিনি। জিদান বলেন, 'আমি জানি এটা সবার কাছে খুব বিস্ময়কর ঠেকবে যে আমি দল থেকে চলে যাচ্ছি। কিন্ত এটাই সত্য যে দলে পরিবর্তন দরকার।'
তিনি আরও বলেন, 'তিন বছর তারা ভালো খেলে আসছে এবং শিরোপা জিতছে। তবে তাদের এখন নতুন কোচ দরকার।' জিদান বলেন, 'আমি খুবই ভাগ্যবান যে এখানে খেলোয়াড় হিসেবে, কোচ হিসেবে দারুণ সময় কাটিয়েছি। আমি আজীবন ক্লাবটির প্রতি কৃতজ্ঞ থাকবো।'