চ্যাম্পিয়ন্স লিগে গুরুত্বপূর্ণ ম্যাচে আগামী সপ্তাহে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হতে যাচ্ছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। আর সে ম্যাচ দিয়েই এবারের চ্যাম্পিয়ন্স লিগে নিজের শুরুটা করতে পারেন দলের সবচেয়ে বড় তারকা নেইমার। ইনজুরি কাটিয়ে খেলার মতো সম্পূর্ণ ফিট রয়েছেন বলে দাবি করেছেন এ ব্রাজিলিয়ান।
গত ১৪ অক্টোবর নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচের দ্বাদশ মিনিটে বাম পায়ের হ্যামস্ট্রিং সমস্যায় পড়ে মাঠ ছাড়েন নেইমার। তখন থেকেই মাঠের বাইরে আছেন তিনি। আন্তর্জাতিক বিরতিতেও ব্রাজিলের হয়ে মাঠে নামা হয়নি তার। তবে আশা করছেন সান্তিয়াগো বার্নাব্যুতেই ফিরবেন তিনি। ফুটমারকাতোকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন এ তারকা, 'রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে খেলার জন্য আমি সম্পূর্ণ ফিট রয়েছি।'
ইএসপিএনের সংবাদ অনুযায়ী, পিএসজিও তাকে রিয়ালের বিপক্ষে পেতে আশাবাদী। ঘরের মাঠে লস ব্লাঙ্কোসদের বিপক্ষে তারা জিতেছিল ৩-০ গোলে। এখন পর্যন্ত খেলা চারটি ম্যাচের সবগুলোতে জয় তুলে নক পর্ব নিশ্চিত করেছে তারা। তবে মাদ্রিদে বিপক্ষে অবশ্যই জয়ের ধারা ধরে রাখতে চাইবে দলটি। নেইমার ফিরলে নিঃসন্দেহে দলের শক্তি বৃদ্ধি পাবে অনেকাংশে।
ইনজুরির সঙ্গে অবশ্য সখ্যতাটা খুব বেশিই নেইমারের। চলতি মৌসুমের শুরুতেও ছিলেন ইনজুরিতে। গত মৌসুমের শেষ দিকে কোপা আমেরিকার আগে প্রীতি ম্যাচে কাতারের বিপক্ষে পায়ের ইনজুরিতে পড়েন। এরপর ফিট হলে পিএসজি ছাড়তে চাওয়াও শুরুর দিকে মাঠে নামতে পারেননি তিনি। চলতি বছরে এখন পর্যন্ত (২১ নভেম্বর, ২০১৯ পর্যন্ত) ২১৩ দিন ছিলেন মাঠের বাইরে। ইউরোপে আসার পর এখন পর্যন্ত ছোট বড় মিলিয়ে ১৭ বার ইনজুরিতে পড়েছেন।
সাক্ষাৎকারে নেইমারের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন করা হয়েছিল। তবে সে প্রশ্নের কোন উত্তর দেননি তিনি। গণমাধ্যমের খবর তার সঙ্গে মেয়াদ বাড়ানোর জন্য এরমধ্যেই প্রস্তাব দেওয়া হয়েছিল তাকে। কিন্তু সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এ তারকা।
আজকের বাজার/আরিফ