রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে রোনালদো

দীর্ঘদিনের ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দিলেন পর্তুগালের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ৩৩ বছরের এই তারকা চার বছরের চুক্তি করেছেন এই ক্লাবটির সঙ্গে।  এর আগে ৯ বছর ধরে খেলেছেন রিয়াল মাদ্রিদে।

জুভেন্টাস বছরে রোনালদোকে ৩০ মিলিয়ন ইউরো দেবে। আর রিয়াল মাদ্রিদকে দিতে হবে ১০০ মিলিয়ন ইউরো।

রোনালদো এক খোলা চিঠিতে রিয়াল মাদ্রিদ সমর্থকদের জানান, আমি এই ক্লাব ও শহরের কাছে কৃতজ্ঞ, আমি ৯ বছর ধরে খুবই সুন্দর সময় কাটিয়েছি। তারা আমার মন জয় করে নিয়েছে। তাই আমি এই ক্লাবের সকল ডিরেক্টর, স্টাফ, ডাক্তারদের ধন্যবাদ জানাতে চাই।

এদিকে রোনালদোর ক্লাব ছেড়ে দেয়ার ব্যাপারে রিয়াল মাদ্রিদ মঙ্গলবার এক বিবৃতির মাধ্যমে এর সত্যতা জানায়।

রোনালদো ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেয়। গত ১০ বছরে ৪৩৮ ম্যাচে করেছেন ৪৫০টি গোল। চারটি চ্যাম্পিয়ন লিগ, দুটি লা লিগা, দুটি কোপা দেল রে, দুটি স্প্যানিশ সুপার কাপ, তিনটি ইউরোপিয়ান সুপার কাপ ও তিনটি ক্লাব বিশ্বকাপ জিতেছেন।

আরএম/