ইনজুরির কারণে বর্তমানে মাঠের বাইরে রয়েছেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার জুনিয়র। সর্বশেষ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারেননি তিনি। এছাড়া পিএসজির বেশ কয়েকটি ম্যাচও মিস করেছেন এ ফুটবলার।
তবে নেইমার ও তার ভক্তদের জন্য স্বস্তির খবর হচ্ছে, এ মাসেই আবার মাঠে ফিরছেন পিএসজির এ স্ট্রাইকার। ২৬ নভেম্বর চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবেন তিনি। তার আগে, ২২ নভেম্বর ঘরের মাঠে লিঁলের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচেও তাকে পাওয়ার আশা করছে পিএসজি।
গত অক্টোবরে ব্রাজিলের জার্সিতে প্রীতি ম্যাচ খেলার সময় ইনজুরিতে পড়েন নেইমার। এরপর থেকেই বিশ্রামে ছিলেন তিনি। তবে সতীর্থদের সঙ্গে অনুশীলন করার জন্য বর্তমানে প্যারিসে ফিরেছেন এ ফুটবলার। সোমবার (১৮ নভেম্বর) পর্যন্ত বিশ্রামে থাকবেন তিনি।এরপর থেকে নিজেকে পুরোপুরি ফিট করার মিশনে নামবেন নেইমার।
আজকের বাজার/আরিফ