রিয়েল এস্টেট মার্কেটপ্লেস লামুডির ৫ বছর পুর্তি উদযাপন

অনলাইন রিয়েল এস্টেট মার্কেটপ্লেস লামুডি ৫ বছর পূর্তি উদযাপন করেছে। সম্প্রতি এ উপলক্ষে দেশব্যাপী একটি বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করেছে প্রতিষ্টানটি।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে লামুডির সহ–প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আনা মারিয়া হারম্যান্স বলেন, লামুদি একটি অনলাইন প্ল্যাটফর্ম যা ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে সুবিধা প্রদানকারীএবং সম্পত্তি ক্রয়,ভাড়া ও বিক্রয় করতে সহায়ক হিসাবে কাজ করে।

তিনি আরও বলেন, আমরা আর অপেক্ষা করতে পারছিনা, ক্যাম্পেইন্টির ব্যাপারে খুব ভাল প্রতিক্রিয়া পাচ্ছি!

মিস হারম্যান্স ইন্টারনেটের সম্ভাবনাকে উল্লেখ করে বলেন, এই মুহুর্তে, ৮ কোটিরও বেশি মানুষ বাংলাদেশে অনলাইন। আমরা যদি জাতি হিসেবে বিশ্বের সবচেয়ে বড় রুফটপ সেলফির রেকর্ড তৈরি করতে পারি, তা অত্যন্ত চমকপ্রদ হবে। আমরা মনে করি এটা সম্ভব এবং তা বাস্তবায়ন করার জন্য আর অপেক্ষা করতে পারছিনা!

এছাড়াও লামুডি তার ৫ বছরের যাত্রা এবং বাংলাদেশে রিয়েল এস্টেট সেক্টরের অগ্রগতি সম্পর্কে আলোচনা করে হারম্যান্স ।

লামুদির প্রচারাভিযানে ব্যক্তিদের একটি স্বতন্ত্র ছবির মাধ্যমেশহরের অনন্য রুপ ও চরিত্র ক্যামেরাবন্দী হবে।

হ্যাশট্যাগ#AmarShohorAmarGorboএবং#LamudiBD ব্যবহার করে সব ছবি ওয়েবসাইট www.amarshohoramargorbo.com-এ আপলোড করা হবে এবং বাংলাদেশ এর বিশেষ সৌন্দর্য প্রদর্শন করা হবে।

ছবিগুলো শহর, এলাকা ও ঋতুর ভিত্তিতে ট্যাগ করা হবে যেন তা গুগল ও অন্যান্য পোর্টালে সর্বোচ্চ অবদান রাখতে পারে বলে লামুদির কতৃপক্ষের দাবি ।

জাকির/একেএ