রুপাদহ বিলে পাট কাটতে গিয়ে বজ্রপাতে নিহত ৪

মাগুরায় সদর উপজেলার আঠারখাদা রুপদাহ বিলে পাট কাটতে গিয়ে বজ্রপাতে ৪ কৃষক মারা গেছেন।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আঠারোখাদা গ্রামের পাঞ্জু মোল্যার ছেলে রহমত মোল্যা (৪৫), একই গ্রামের ইদ্রিস মোল্যার ছেলে মন্নু মোল্যা (২৫), হোসেন মোল্যার ছেলে ছামিন মোল্যা (৩০) ও সদরের কাশিনাথপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে আকরাম হোসেন (৩০)।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুর ৩টার দিকে পার্শ্ববর্তী কান্দা বাঁশকোটা গ্রামের মকবুল হোসেনের জমিতে পাট কাটছিলেন রহমত মোল্যা, সামিন মোল্যা, মননু মোল্যা এবং আকরাম হোসেন। এ সময় হঠাৎ বজ্রপাতে তারা নিহত হন।

খবর পেয়ে মাগুরা ফায়ার সার্ভিস এবং সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ৪ জনের লাশ উদ্ধার করে।

মাগুরা জেলা প্রশাসক (ডিসি) আতিকুর রহমান নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছেন।

আজকের বাজার/এমএইচ