ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ১৯ডিসেম্বর লেনদেনের দুই ঘণ্টার মধ্যে বিক্রেতা পা্ওয়া যাচ্ছেনা রূপালী ব্যাংকের শেয়ারে। এতে কোম্পানির শেয়ারটি হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।
ডিএসইর তথ্য অনুযায়ী, মঙ্গলবার বেলা ১২টা ১৩ মিনিট পর্যন্ত কোম্পানিটির স্ক্রিনে সর্বশেষ ৭৫ হাজার ৭৯৯টি শেয়ার কেনার প্রস্তাব দেখাচ্ছিল। কিন্তু বিক্রেতার ঘরে কোনো বিক্রয় প্রস্তাব ছিল না। আজ রূপালী ব্যাংকের সর্বশেষ লেনদেনটি হয় ৬২ টাকা ৫০ পয়সা দরে। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ৫৬ টাকা ৯০ পয়সা।
আজকের বাজার:এসএস/১৯ডিসেম্বর ২০১৭