বঙ্গবন্ধু বিপিএলে বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি কুমিল্লা ওয়ারিয়র্স ও খুলনা টাইগার্স। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে কুমিল্লাকে ১৮০ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে মুশফিকের কুমিল্লা।
টস হেরে ব্যাট করতে নামা খুলনাকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ। ওপেনিং জুটিতে ৭১ রান তোলেন তারা। ২৯ বলে ৩৮ রান করা শান্তকে সাজঘরে ফিরিয়ে কুমিল্লাকে ব্রেক থ্রু এনে দেন সৌম্য সরকার।
এরপর মিরাজের সঙ্গে আক্রমণে যোগ দেন ইনফর্ম রাইলি রুশো। দলীয় ৯৪ রানের মাথায় মিরাজকে সাজঘরে ফেরান ডেভিড উইসি। ৩৯ বলে ৩৯ রান করেন মিরাজ।
মিরাজের বিদায়ের পর অধিনায়ক মুশফিকুর রহিমের যোগ্য সাহচর্যে খুলনার রানের চাকা সচল রাখেন রুশো। ২৬ বলে তুলে নেন অর্ধশতক। তার অপরাজিত ৭১ রানের উপর ভর করে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭৯ রান তোলে খুলনা।
রুশোর ৩৬ বলের ইনিংসটি সাজানো ছিলো ৬টি চার ও ৪টি ছয়ের মারে। অপরপ্রান্তে মুশফিকুর রহিম ১৭ বলে ২৪ রানে অপরাজিত থাকেন।
৯ ম্যাচ খেলে ৫ জয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে আছে মুশফিকের দল খুলনা টাইগার্স। অন্যদিকে ১০ ম্যাচের ৫টিতে জয় নিয়ে পাঁচে আছে মালানের কুমিল্লা ওয়ারিয়র্স। প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে জয় ভিন্ন কোনো পথ খোলা নেই দু’দলের সামনে।
আজকের বাজার/আরিফ