যুক্তরাষ্ট্র নৌবাহিনী শুক্রবার জানায়, যে, উত্তর আরব সাগরে রাশিয়ার নৌবাহিনীর একটি জাহাজ আগ্রাসী মনোভাব নিয়ে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধ জাহাজের খুব কাছে এসে পৌঁছায়।
যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের নেভি কমান্ডার, জোশ ফ্রে বলেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ, USS FARRAGUT তাদের নিয়মিত টহল অভিযানের সময় সংঘর্ষ এড়াতে রুশ জাহাজের উদ্দেশ্যে ৫টি হুঁশিয়ারি বার্তা সংকেত পাঠায় এবং গতি পরিবর্তনের আবেদন জানায়। প্রথমে তারা এই সংকেত অগ্রাহ্য করলেও, পরে তারা চলে যায় বলে খবর ভয়েস অফ আমেরিকার।
কমান্ডার ফ্রে বলেন, তারা গতি পরিবর্তন করে চলে গেলেও, তাদের বিলম্বিত ব্যবস্থায় সংঘর্ষের ঝুঁকি ছিল।
আজকের বাজার/লুৎফর রহমান