রুশ বাহিনীর হাতে অবরুদ্ধ ইউক্রেনের চেরনোবিল কেন্দ্রে ফের বিদ্যুৎ সরবরাহ শুরু

ইউক্রেনের বন্ধ থাকা চেরনোবিল পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ফের বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়েছে ,যা রাশিয়ার আগ্রাসনের প্রথম দিন থেকেই মস্কো বাহিনী অবরুদ্ধ করে রেখেছে। রোববার কিয়েভের বিদ্যুৎ কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।

ইউক্রেনের বিদ্যুৎমন্ত্রী গার্মান তগালুশচেনকো এক বিবৃতিতে বলেন, ‘চেরনোবিল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ফের বিদ্যুত সরবরাহ শুরু করতে অবিশ্বাস্য প্রচেষ্টা চালানো ইউক্রেনের বিদ্যুত বিশেষজ্ঞ, আমাদের পরমাণু বিদ্যুৎ প্রকৌশলী ও ইলেক্ট্রিসিয়ানদের ধন্যবাদ।’

তিনি আরো বলেন, ‘আমাদের বিদ্যুত প্রকৌশলীরা সম্ভাব্য পরমাণু বিপর্যয়ের ঝুঁকি এড়াতে সক্ষম হয়েছেন ,যা পুরো ইউরোপকে হুমকির মুখে ফেলে দেয়। তারা এ কাজ করতে তাদের নিজের স্বাস্থ্য ও জীবনের চরম ঝুঁকি গ্রহণ করেন।’

বিশ্বের সবচেয়ে ভয়াবহ পরমাণু দুর্যোগের এ স্থানে বিদ্যুত ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। যদিও জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা জানায়, ‘নিরাপত্তার ক্ষেত্রে তেমন ঝুঁকিপূর্ণ কোন প্রভাব নেই।

১৯৮৬ সালে চেরনোবিল পরমাণু বিদ্যুত কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণে শত শত মানুষ নিহত হন এবং ইউরোপের পশ্চিমাঞ্চল জুড়ে তেজস্ক্রিয় মেঘ ছড়িয়ে পড়ে।

ইউক্রেন বুধবার এ পরমাণু কেন্দ্রের বিদ্যুত সরবরাহ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ার কথা জানালেও জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা জানায়, এতে ‘নিরাপত্তার ক্ষেত্রে কোন প্রভাব লক্ষ্য করা যায়নি।’

রাশিয়ার বাহিনী গত ৪ মার্চ জাপোরিজঝিয়া পরমাণু কেন্দ্রে গোলাবর্ষণ করে তা দখল করে নেয়। এতে সেখানে আগুন ধরে যাওয়ায় সম্ভাব্য পরমাণু দুর্যোগের বিষয়ে ইউরোপে সতর্কতা জোরদার করা হয়। এটি হচ্ছে ইউরোপের সবচেয়ে বৃহত্তম পরমাণু কেন্দ্র।

এদিকে তেজক্রিয়তার মাত্রা পরীক্ষা-নিরীক্ষা করতে এ সপ্তাহের গোড়ার দিকে রাশিয়ার প্রকৌশলীরা জাপোরিজঝিয়ায় পৌঁছান। তথ্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান