রুশ সেনাদের ব্যবহৃত কৃষ্ণ সাগর তেল প্ল্যাটফর্মে হামলার কথা স্বীকার ইউক্রেনের

ইউক্রেন কৃষ্ণ সাগরে তেল প্ল্যাটফর্মে হামলা চালানোর কথা স্বীকার করে মঙ্গলবার বলেছে, রুশ সৈন্যরা এটিকে একটি সামরিক স্থাপনা হিসেবে ব্যবহার করছিল। খবর এএফপি’র।
ওডেসার আঞ্চলিক সামরিক প্রশাসনের মুখপাত্র সার্গি ব্রাতচুক জানান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সরঞ্জামাদি মজুদের জন্য রাশিয়া একটি সামরিক স্থাপনা হিসেবে প্ল্যাটফর্মটি ব্যবহার করছিল। আর এ স্থাপনা ‘কৃষ্ণ সাগরের উত্তরপশ্চিমাঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ অর্জনে রাশিয়াকে সহায়তা করে।’