যুক্তরাষ্ট্রের সাবেক বিশেষ উপদেষ্টা রবার্ট মুলার ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের ব্যাপারে তার প্রতিবেদনের বিষয়ে আগামী ১৭ জুলাই প্রকাশ্যে কথা বলতে সম্মত হয়েছেন। মঙ্গলবার প্রতিনিধি পরিষদের বিচার বিভাগীয় ও গোয়েন্দা কমিটি একথা জানায়। খবর এএফপি’র।
টুইটার বার্তায় গোয়েন্দা কমিটির চেয়ারম্যান অ্যাডম স্কিফ বলেন, ‘রবার্ট মুলার তদন্ত প্রতিবেদন অনুযায়ী কংগ্রেসের সামনে তার মতামত দিতে সম্মত হয়েছেন।’
‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে জয়লাভে সহায়তা করতে রাশিয়া আমাদের গণতন্ত্রের ওপর হস্তক্ষেপ করে। ট্রাম্পকে বিজয়ী করতে তার পক্ষে কাজ করায় তিনি রাশিয়াকে স্বাগত জানান।’
মুলারের এ কথার প্রেক্ষিতে তিনি বলেন, এ বিষয়ে প্রত্যেক মার্কিন নাগরিকের উদ্বেগ থাকায় তারা মুলারের প্রকাশ্য বক্তব্য শুনতে চায়।’
বিচার বিভাগীয় কমিটির চেয়ারম্যান জেরি নডলার কংগ্রেসের ‘উদ্বোধনী অধিবেশনে’ মুলার উপস্থিত থাকবেন এমন কথা নিশ্চিত করেছেন।
গত এপ্রিলে প্রকাশিত মুলারের প্রতিবেদনে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা কাজে নিয়োজিত ব্যক্তি এবং সরকার সংশ্লিষ্ট রাশিয়ার নাগরিকদের মধ্যে অনেকবার যোগাযোগের বিষয় তুলে ধরা হয়েছে এবং এ তদন্ত বাধাগ্রস্ত করতে প্রেসিডেন্ট বিভিন্নভাবে চেষ্টা করেছেন এমন প্রমাণ দেয়া হয়েছে।