জাতীয় পার্টির (জাপা) সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে তলব করে দুর্নীতি দমন কমিশনের দেয়া নোটিশের কার্যকারিতা চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে আগামী বৃহস্পতিবার তাকে আর দুদকের হাজির হতে হবে না বলে জানিয়েছেন আইনজীবীরা।
দুদকের নোটিশ চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে বুধবার হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে আজ আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এএম আমিন উদ্দিন। অন্যদিকে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।
পরে খুরশীদ আলম খান জানান, দুদকের তলবের নোটিশ চার সপ্তাহের জন্য স্থগিত করে রুল জারি করেছেন। ফলে তাকে আগামীকাল আর দুদকের তলবে হাজির হতে হচ্ছে না।
গত ২৮ সার্চ বৃহস্পতিবার রুহুল আমিনকে দুর্নীতির বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে তলব করে চিঠি পাঠিয়েছেন দুদকের উপপরিচালক সৈয়দ আহমদ।
আগামী ৪ এপ্রিল সকাল সাড়ে নয়টায় সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে এ নোটিশ দেয়া হয়েছিল।
আজকের বাজার/এমএইচ