রুয়ান্ডায় ৪ টি গণকবরের সন্ধান

রুয়ান্ডায় চারটি গণকবর খুজেঁ পেয়েছে দেশটির স্বেচ্ছাসেবক উদ্ধারকারীরা।১৯৯৪ সালে রুয়ান্ডায় সংঘটিত গণহত্যার কবর বলে ধারণা করা হচ্ছে।

রাজধানী কিগালির কাছে গাসাবো এলাকায় একটি গণকবর থেকে প্রায় ২০০ দেহাবশেষ উদ্ধার করাহয়। ১৯৯৪ সালের এপ্রিলে হুতু চরমপন্থীদের সাম্প্রদায়িক দাঙ্গার শিকার হয় তুতসি জনগোষ্ঠীর লোকেরা। ধারণা করা হচ্ছে, মরদেহগুলো গণহত্যার সময়কার।

১০০ দিন চলমান ওই গণহত্যায় প্রাণ হারায় প্রায় আট লাখ মানুষ। নিখোঁজ হয় আরও তিন হাজার নাগরিক। ওই গণহত্যার একজন প্রত্যক্ষদর্শী গণকবরের অবস্থান শনাক্তে সহায়তা করেন।

আজকের বাজার/আরজেড