রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক বাস চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ওই বাস চালকের নাম আব্দুস সালাম (৫৫)।
সোমবার রাত সাড়ে নয়টার দিকে রুয়েটের দেশরত্ন শেখ হাসিনা হলের সামনে এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি রুয়েটের পাশ্ববর্তী এলাকায়। তবে তিনি রুয়েটের কর্মচারী কোয়ার্টারে থাকতেন।
রুয়েটের কর্মকর্তা সমিতির সভাপতি গোলাম মোস্তফা জানান, সোমবার রাত সাড়ে নয়টার দিকে আব্দুস সালাম নিজ কোয়ার্টারে ফিরছিলেন। পথে দেশরত্ন শেখ হাসিনা হল পার হওয়ার সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নগরীর মতিহার থানার ওসি (তদন্ত) মাহবুব আলম বলেন,কারা হত্যাকারীদের খুঁজে বের করতে পুলিশ সদস্যরা কাজ শুরু করে দিয়েছে।
আজকের বাজার/ এমএইচ