রূপকল্প-২০৪১ বাস্তবায়নে সহায়তা দেবে ভারত: মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বাংলাদেশের রূপকল্প-২০৪১ বাস্তবায়নে পূর্ণ সহায়তা দেবে ভারত। বাংলাদেশ-ভারত সম্পর্কে এখন সোনালি অধ্যায় রচিত হচ্ছে।

শুক্রবার  (২৫ মে) দুপুরে পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে বাংলাদেশ সরকারের অর্থায়নে নির্মিত ‘বাংলাদেশ ভবন’ উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আজ বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট রয়েছে। ইন্টারনেট সংযোগের আওতায় আনা হয়েছে পুরো দেশ। অর্থনীতিতেও বাংলাদেশের অগ্রগতি উদাহরণ দেবার মতো। উন্নয়নের এই ধারা ভারতের জন্যও অনুসরনীয়।

মোদি বলেন, বাংলাদেশের উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতে সর্বোচ্চ সহায়তা করবে ভারত। বিশেষ করে রুপকল্প ৪১ বাস্তবায়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে। এর পাশাপাশি দুই দেশের মাঝে মৈত্রীর যে বন্ধন তা অক্ষুন্ন রাখতে সার্বিক সহায়তা করবে ভারত।

‘বাংলাদেশ ভবন’ উদ্বোধন করেন নরেন্দ্র মোদি ও শেখ হাসিনা। এ সময় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

রাসেল/