নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন পূর্বাচল এলাকা থেকে অজ্ঞাতপরিচয় তিন যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের শরীরে আঘাত ও মাথায় জখমের চিহ্ন রয়েছে। আজ শুক্রবার সকালে লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায় পুলিশ। নিহত তিনজনের পরিচয় এখনো জানা যায়নি।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে রূপগঞ্জের উপশহর পূর্বাঞ্চলে এলাকাবাসী গুলিবিদ্ধ লাশ তিনটি পড়ে থাকতে দেখে। লাশগুলোর পাশে রক্ত ছড়িয়ে পড়েছিল। স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যায়। প্রাথমিক সুরতহাল পরীক্ষা করা হয়েছে। সবার শরীর গুলির চিহ্ন আছে। তাদের জিন্স প্যান্ট, টি-শার্ট রয়েছে। রাতের যেকোনো সময় তিনজনকে হত্যা করা হতে পারে বলে ওসি জানান।