গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, রূপপুর গ্রিন সিটি প্রকল্পের আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী ক্রয় ও ভবনে উঠানোর কাজে অনিয়মের ঘটনায় ৩৪ জনকে দায়ী করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি।
বুধবার বেলা ১২টায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলনে কক্ষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
গণপূর্তমন্ত্রী বলেন, তদন্ত কমিটি ৩৪ জন কর্মকর্তাকে দায়ী করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে। এরমধ্যে চারজন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের। বাকি ৩০ জন জন গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে।
রেজাউল করিম বলেন, যারা চাকরিতে আছেন গুরুতর অভিযোগের কারণে তাদের ১৬ জনকে সাময়িক বরখাস্তসহ বিভাগীয় মামলা রুজুর সিদ্ধান্ত হয়েছে। অপর ১০ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করার নির্দেশ দেয়া হয়েছে। বিভাগীয় মামলার পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আজকের বাজার/এমএইচ