রূপপুর প্রকল্পের দ্বিতীয় ইউনিট নির্মাণে লাইসেন্স প্রদান

বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা) রুশ নকশা অনুযায়ী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিট নির্মাণের জন্য বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনকে লাইসেন্স দেয়া হয়েছে।

রোববার (৮জুলাই) রাতে রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এই লাইসেন্স হস্তান্তর করা হয়।

আয়োজিত এ অনুষ্ঠানের মাধ্যমেই বায়েরার চেয়ারম্যান ড. নঈম চৌধুরী বাপশকের চেয়ারম্যান মাহবুবুল হকের কাছে  লাইসেন্স হস্তান্তর করেন।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর এ ঘটনার  সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান,  নির্মিতব্য ইউনিটের নকশাটির নিরাপত্তার বিষয়টিও নিশ্চিত করা হয়েছে।

রাশিয়ার এটমস্ত্রইএক্সপোর্ট (এএসই) ইঞ্জিনিয়ারিং কোম্পানি জেনারেল কন্ট্রাকটর হিসেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণ প্রকল্পে কাজ বাস্তবায়ন করছে। এএসই গ্রুপ অব কোম্পানিজের প্রেসিডেন্ট ভ্যালেরি লিমারেনকা বলেন, ‘জেনারেল কন্ট্রাক্টর হিসেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণ সম্পর্কিত সকল দায়িত্ব পালন করছে এএসই ইঞ্জিনিয়ারিং কোম্পানি।

প্রকল্প পরিচালক আরও জানান,  প্রথম এনার্জি ইউনিটের নির্মাণ কাজ এগিয়ে যাচ্ছে। ১৪ জুলাই দ্বিতীয় ইউনিটের রিয়্যাক্টর ভবনের উদ্বোধনের ভিত্তিতে প্রথম কনক্রিট ঢালাইয়ের প্রস্তুতি চলছে।’

এসএম/