পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প বাংলাদেশকে প্রযুক্তিগত দিক দিয়ে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। যা অনেকে হয়তো কল্পনাও করতে পারছেন না।’
তিনি আজ দুপুরে সিলেটে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের এখন চমৎকার সময় পার করছে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো বলিষ্ঠ নেতৃত্ব থাকায় বিশ্ব দরবারে বাংলাদেশ সুনাম বৃদ্ধি পাচ্ছে। এক সময় যারা দেশকে তলাবিহীন ঝুঁড়ি হিসেবে বিশ্বে প্রচার করেছিল, আজ তারা বাংলাদেশের অগ্রযাত্রা-উন্নয়নের প্রশংসা করছে। বিভিন্ন দেশ বাংলাদেশকে অনুসরণ করছে। তাই, এ নিয়ে গর্ব করতে পারি।’
নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘কেউ ভোট দেবে না তাকে জোর করে ভোট প্রয়োগের আইন নেই বাংলাদেশে। পৃথিবীর অনেক দেশে আইন আছে ভোট না দিলে জেল-জরিমানা হয়।’
তিনি আরও বলেন, ‘কেউ নির্বাচনে অংশ না নিতে পারে। তবে, এর বিপরীতে জনগণের ভোটাধিকার প্রয়োগে কেউ বাধা দিলে এটা অন্যায় কাজ। আমরা এ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াব।’
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান।