রূপপুর বিদ্যুৎকেন্দ্রের বর্জ্য যাবে রাশিয়ায়

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত নিউক্লিয়ার ফুয়েল বর্জ্য নিজস্ব ব্যবস্থাপনায় ফেরত নেবে রাশিয়া। এরপর সেগুলো পরিশোধন করে ফের ব্যবহার উপযোগী করা হবে। এ সংক্রান্ত একটি প্রস্তাবনায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

৫ জুন সোমবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সংক্রান্ত একটি প্রস্তাবে খসড়া অনুমোদন দেওয়া হয়।বাংলাদেশ রাশিয়ান ফেডারেশনের মধ্যে চুক্তি সইয়ের জন্যই এই প্রস্তাবনা মন্ত্রিসভায় আসে।

বৈঠকে শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত নিউক্লিয়ার ফুয়েল বর্জ্য অপসারণের কারিগরি ক্ষমতা বাংলাদেশের নেই। এটি নিয়ে অনেক কথা হচ্ছে।

তিনি বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী রাশিয়া সফরকালে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে এ বিষয়ে প্রাথমিক আলোচনা করেন। নিউক্লিয়ার ফুয়েল বর্জ্য অপসারণ বড় সমস্যা। তখন কথা হয়-রাশিয়া এটা নিজেরাই নিয়ে যাবে এবং রিসাইক্লিন করবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রী ও রাশিয়া প্রেসিডেন্টের প্রাথমিক আলোচনা ছিল। মন্ত্রিসভা আজ প্রস্তাবনায় অনুমোদন দিয়েছে।

আজকের বাজার:এলকে/এলকে/৫ জুন ২০১৭