রূপালী লাইফ ইনসিওরেন্সের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে বিমা খাতের কোম্পানি রূপালী লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড ৩১ ডিসেম্বর ২০১৭ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৮ শতাংশ নগদ লভ্যাংশ। বাকী ৪ শতাংশ বোনাস। আজ সোমবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ১৭ অক্টোবর রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমে যোগদান ও লভ্যাংশ প্রাপ্তির জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ সেপ্টেম্বর।